শিরোনাম

South east bank ad

কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী

 প্রকাশ: ০৮ জুন ২০২১, ১০:৪১ অপরাহ্ন   |   মন্ত্রী

কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী


কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও বাঁকখালী নদীর উপর নির্মাণাধীন সংযোগ সেতুর নির্মাণ কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি।

আজ  কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ এবং খুরুশকুলে শেখ হাসিনা টাওয়ার নির্মাণ সহ পর্যটন সুবিধা প্রবর্তন প্রকল্প পরিদর্শন কালে কাজের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে প্রতিমন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন।

তিনি আরো বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হওয়ার পর দেশি-বিদেশি পর্যটকরা কক্সবাজারে সহজে যাতায়াত সহ নানাবিদ পর্যটন সুবিধা পাবেন।

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুকেশ কুমার সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য ( পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর মোঃ খালিদ হোসেন, প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল মালেক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বিমানবন্দরের রানওয়ে শক্তিশালীকরণ ও রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার ফুট থেকে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করণ, এয়ার ফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপন, ইন্সট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম স্থাপন, নিরাপত্তা প্রাচীর নির্মাণ ও বাঁকখালী নদীর উপর সংযোগ সেতু নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বর্তমানে চলমান রয়েছে। 
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: