শিরোনাম

South east bank ad

বিমান বিধ্বস্ত : মৃতের সংখ্যা কমার কারণ জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়

 প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

বিমান বিধ্বস্ত : মৃতের সংখ্যা কমার কারণ জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়

 
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা একজন কমেছে। নিহতের সংখ্যা ৩৫ হওয়ার কথা থাকলেও আজ রবিবার তা ৩৪ জন দেখিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তোলায় নিহতের সংখ্যা কমার কারণ জানিয়েছে মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগের হিসাবে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫ জন দেখানো হয়েছে।


আজ সেটি ১৪ বলা হচ্ছে।
কারণ ব্যাখ্যা করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সিএমএইচে ১৫ মরদেহ দেখানো হয়েছে। এর মধ্যে প্রথম দুই দিনে ৯টি মরদেহ অভিভাবকরা শনাক্ত করে নিয়ে গেছেন। বাকি ছয়টি মরদেহ ও আংশিক মরদেহের ব্যাগ ছিল।


শনাক্ত করা যাচ্ছিল না। ডিএনএ টেস্ট করে সেখানে ছয়টির পরিবর্তে পাঁচটি মরদেহ পাওয়া গেছে। যার কারণে সেই ১৫ সংখ্যা এখন ১৪ তে দাঁড়িয়েছে।
ডিএনএ টেস্টের পর শনাক্ত পাঁচজনের মরদেহ গত ২৪ জুলাই তুরাগ থানা পুলিশ কর্তৃক দাবিদারদের নিকট হস্তান্তর করা হয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণলায়।
BBS cable ad