South east bank ad

মাদক মামলায় জামিন পেলেন পুলিশের উপ-পরিদর্শক কায়কোবাদ

 প্রকাশ: ২৪ মে ২০২১, ১১:৩৩ অপরাহ্ন   |   থানার কথা

মাদক মামলায় জামিন পেলেন পুলিশের উপ-পরিদর্শক কায়কোবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে অস্ত্র ও ফেনসিডিলসহ গ্রেপ্তার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক কায়কোবাদ খাঁন পাঠান (৩০) জামিনে মুক্ত হয়েছেন।

রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক আনিসুর রহমানের আদালতে ১০ হাজার টাকা মোচলেকায় কায়কোবাদ খাঁন পাঠান এ জামিন পান। পরে বিকালে নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি পান।


কায়কোবাদ খাঁন পাঠান (৩০) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার টেংপাড়া এলাকার রতন পাঠানের ছেলে।

এর আগে ২৪ এপ্রিল কায়কোবাদ অস্ত্র মামলায় জামিন পান।

এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার শাহ্ রফিকুল ইসলাম ।

এর আগে চলতি বছরের ২২ মার্চ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে ২৫ রাউন্ড গুলিসহ দুইটি বিদেশি পিস্তল ও ২৪০ বোতল ফেনসিডিলসহ আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ পাঠান ও তার দুই সহযোগী মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৩ ব্যাটেলিয়নের একটি দল। পরে র‌্যাব তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করলে সেই মামলায় ২৩ মার্চ তিন আসামিকে আদালতে প্রেরণ করে পুলিশ।

প্রসঙ্গত, চট্টগ্রাম থেকে মাদক নিয়ে এক ব্যবসায়ী ঢাকার দিকে আসছে এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি টিম ২২ মার্চ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন একটি সাদা প্রাইভটেকার টোল প্লাজা অতিক্রম করার সময় থামিয়ে তল্লাশি করা হয়। প্রাইভেটকারের পেছনের সিটে বসা ছিলেন কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই কায়কোবাদ ও তার সহযোগী রবিন হোসেন। প্রাইভেটকারটির চালকের আসনে ছিলেন সোহেল মিয়া। এসময় প্রাইভেটকারের ভেতরে তল্লাশি করে ২৪০ বোতল ফেনসিডিল ও এসআই কায়কোবাদের কাছ থেকে ২৫ রাউন্ড গুলিসহ দুইটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: