South east bank ad

ঈশ্বরগঞ্জে দেশীয় অস্ত্রসহ স্থানীয় কিশোর গ্যাং-এর ০৫ সদস্য গ্রেফতার

 প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০৩:৪৪ অপরাহ্ন   |   থানার কথা

ঈশ্বরগঞ্জে দেশীয় অস্ত্রসহ স্থানীয় কিশোর গ্যাং-এর ০৫ সদস্য গ্রেফতার
গত ১ জুন, ২০২৩ তারিখ মো: রিয়াদ মিয়া (১৯) পিতা: মো: নাজিম উদ্দিন সাং- নওপাড়া, ইউনিয়ন : মগটুলা অভিযোগ করেন যে ওইদিন দুপুর অনুমান ১২.৩০ ঘটিকায় উচাখিলা ইউনিয়নের মীর বাড়ি সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় পথরোধ করে ১৫-২০ জন অজ্ঞাতনামা উঠতি বয়সী কিশোর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে মারপিট করে তার কাছ থেকে একটি এন্ড্রয়েড স্যামসাং মোবাইল এবং নগদ ১০,৫০০/- টাকা ছিনিয়ে নিয়ে যায়। এরপর তারা ঈশ্বরগঞ্জ মীরবাড়ি এলাকার বিভিন্ন বাজার ও দোকানে দেশীয় অস্ত্রসহ বেপরোয়াভাবে ত্রাস সৃষ্টি করে যা তৎক্ষনাৎ জনমনে ভীতির সঞ্চার করে।

এই ঘটনার পরপরই ঈশ্বরগঞ্জ থানা পুলিশ এবং ডিবি পুলিশের যৌথ দল তাদেরকে আইনের আওতায় আনার জন্য অভিযান শুরু করেন এবং গত ০২/০৬/২০২৩ তারিখ বিভিন্ন সময়ে অত্র থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং-এর ০৫ জন সক্রিয় সশস্ত্র সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হল-

১। মো: ফেরদৌস(১৮)
২। মো: আনন্দ(১৯)
৩। মো: আমিনুল ইসলাম(১৮)
৪। মো: নাঈম মিয়া(১৬)
৫। মোঃ আলমগীর(১৫)

এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি স্যামসাং মোবাইল ফোন, ০১ টি চাকু, ০১ টি ছুরি, ০১ টি চাপাতি এবং একটি লোহার রড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন-২০০২ (সংশোধনী ২০১৯), এর ৪/৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারকল্পে অভিযান অব্যাহত রয়েছে।

এলাকাবাসীর দেয়া তথ্যমতে, তারা বিভিন্ন সময় উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারে দেশীয় অস্ত্র প্রদর্শনপূর্বক ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। তাদের ভয়ে এলাকার কেউই মুখ খুলতে সাহস পেত না বলে জানা যায়। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ কর্তৃক উল্লেখিত আসামীগন গ্রেফতার হওয়ায় এবং যথাযথ ব্যবস্থা নেয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের ভাবমূর্তি সমুন্নত হয়েছে।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: