কুমিল্লায় ৪ কোজি গাঁজাসহ ৩ মহিলা আটক

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চলছে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ।আর এই করোনা যুদ্ধের সঙ্গে চলছে মাদকের বিরুদ্ধে অভিযান।
গতকাল শুক্রবার ০৪ জুন ২০২১ইং তারিখে ৪ কোজি গাঁজাসহ তিনজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লার চান্দিনা থানা পুলিশ।
কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার ফারুক আহমেদকে মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তারই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় চান্দিনা থানার সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুস সুলতান সঙ্গীয় ফোর্সসহ কাঠেরপুল রাস্তার মাথা থেকে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জেসমিন প্রকাশ বৃষ্টি (২৭), সুবর্ণা (২৫) ও পুতুল (২২) কে গ্রেপ্তার করে।