South east bank ad

খুলনা-বরিশালে চালু হচ্ছে অনলাইন জিডি: পুলিশ সদর দপ্তর

 প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৭:১২ অপরাহ্ন   |   পুলিশ

খুলনা-বরিশালে চালু হচ্ছে অনলাইন জিডি: পুলিশ সদর দপ্তর

বাংলাদেশ পুলিশের নাগরিকবান্ধব সেবা কার্যক্রমের অংশ হিসেবে খুলনা ও বরিশাল রেঞ্জের সব জেলার থানায় এবং খুলনা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের সব থানায় সোমবার (২১ জুলাই) থেকে চালু হতে যাচ্ছে সব ধরনের অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা।

রোববার (২০ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশের ডিজিটালাইজেশন ও সেবাপদ্ধতি সহজীকরণের ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে এখন ঘরে বসেই নাগরিকরা যেকোনো ধরনের জিডি অনলাইনে করতে পারবেন।

বর্তমানে ঢাকা রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ, সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রংপুর রেঞ্জ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের অধীন মোট ৪৫৭টি থানায় এ সেবা চালু রয়েছে।

প্রসঙ্গত, আগে শুধুমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত সাধারণ ডায়েরি অনলাইনে করা যেত। কিন্তু নতুন এ উদ্যোগের মাধ্যমে খুলনা ও বরিশাল রেঞ্জ এবং খুলনা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের অধীন মোট ১২২টি থানায় এখন থেকে সব ধরনের জিডি অনলাইনে করা যাবে।

অনলাইন জিডি সেবার প্রক্রিয়া, গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ (অনলাইন জিডি) অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে।

একবার রেজিস্ট্রেশন করলেই পুনরায় রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। রেজিস্ট্রেশন বা জিডি করতে কোনো অসুবিধা হলে যোগাযোগ করুন– হটলাইন নম্বর: ০১৩২০০০১৪২৮ (২৪ ঘণ্টা চালু)

বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় দ্রুততম ও সহজ পদ্ধতিতে পুলিশি সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
BBS cable ad