শিরোনাম

South east bank ad

আশুলিয়ায় হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ন   |   পুলিশ

আশুলিয়ায় হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
 

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। 

আজ শুক্রবার (৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার নবীনগর এলাকার সেনা অডিটোরিয়ামের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার গোয়ালন্দ গ্রামের অনিল সরকারের ছেলে শ্রী রঞ্জিত (৩০), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দামকুড়া গ্রামের মৃত বাচ্চুর মেয়ে মোছা. বেবী (৩৩) ও একই গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে মো. মামুনুর রশিদ (৪৫)। 

আশুলিয়া থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, ‘এসআই মো. মাহমুদুল হাসান ও সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়া থানাধীন নবীনগর সেনা অডিটরিয়ামের সামনে থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।
BBS cable ad