শিরোনাম

South east bank ad

নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন   |   পুলিশ

নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, নৈতিকতাবিহীন মানুষ দিয়ে কোনো দেশ উন্নত করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে এবং আমরা সকলেই নীতি-নৈতিকতা মেনে চলতে হবে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ডিএমপি পরিবারের ৫১৭ জন মেধাবী সন্তানদের উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি-২০২৪ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ করেন ডিএমপি কমিশনার।

কমিশনার বলেন, সন্তানরা শুধু শিক্ষিত হলেই হবে না, তাদের নীতি-নৈতিকতাও শেখানো জরুরি। নৈতিকতাবিহীন মানুষ দিয়ে কোনো দেশ উন্নত করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে এবং আমরা সকলেই নীতি-নৈতিকতা মেনে চলতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার প্রতি নজর দিতে হবে।
পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতায় জোর দিতে হবে। তুমি যদি ভালো মানুষ হও, তাহলে পিতা-মাতা গর্বিত হবেন।

BBS cable ad