শিরোনাম

South east bank ad

চট্টগ্রামে ৫৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন   |   পুলিশ

চট্টগ্রামে ৫৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৪ হাজার ইয়াবাসহ দুটি গাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক ও নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান কালের কণ্ঠকে বলেন, ‘বাকলিয়া থানার কল্পলোক আবাসিকের ২ নম্বর রোড অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ একটি টয়োটা গাড়ি জব্দ করা হয়।
এ সময় মো. আমিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, পৃথক আরেকটি অভিযান চালিয়ে নতুনব্রিজ এলাকায় হানিফ বাসে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এই সময় মোহাম্মদ পারভেজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করা হয়েছে।

BBS cable ad