বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিপিরা

গোপালগঞ্জর টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে দোআ আর মাগফিরাত শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি মোঃ দিদার আহম্মদ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত আইজিপি মোঃ আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) এবং অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম।
এর আগে অতিরিক্ত আইজিপিগণ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।