শিরোনাম

South east bank ad

‘গণবিপ্লব ভারত পছন্দ করেনি, সম্পর্ক খারাপ হয়েছে’

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন   |   প্রধানমন্ত্রী

‘গণবিপ্লব ভারত পছন্দ করেনি, সম্পর্ক খারাপ হয়েছে’

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, গত বছরের গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি, যার ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপড়েন তৈরি হয়েছে।


বৃহস্পতিবার ভারতের শীর্ষ সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক নতুন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে এসব মন্তব্য করেন ড. ইউনূস।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘ছাত্ররা গত বছর যা করেছে, সেটি ভারত পছন্দ করেনি। এজন্য আমাদের সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। ভারতীয় মিডিয়া ভুয়া খবর ছড়িয়েছে। তারা বলেছে গণবিপ্লবটি ছিল একটি ইসলামি আন্দোলন— যা একেবারেই ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত।’


তিনি আরও বলেন, ‘ভারত থেকে বহু ভুয়া খবর এসেছে। এগুলো পরিস্থিতি আরও জটিল করেছে।’

গত বছরের শেষদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক সরকার গঠন হলে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস। এরপর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপড়েন নিয়ে নানা আলোচনা চলছে। এর আগেও ভারত ড. ইউনূসের নেতৃত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছিল বলে পশ্চিমা কূটনৈতিক সূত্রে জানা যায়।

বৈঠকে ড. ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘ভারত একজন ব্যক্তিকে (হাসিনা) আশ্রয় দিয়েছে, যিনি আমাদের জন্য সমস্যা তৈরি করছেন। এতে করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।’


ভারত-বাংলাদেশ সম্পর্ক ছাড়াও আঞ্চলিক সহযোগিতা জোট সার্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ড. ইউনূস। তিনি বলেন, ‘সার্ক আজ অচল। কারণ একটি দেশের (ভারত) রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে এটি ফিট হচ্ছে না। আমরা চাই জোটটি আবার কার্যকর হোক।’

এ সময় এশিয়ার আরেক জোট আসিয়ানে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহের কথাও জানান তিনি।
BBS cable ad

প্রধানমন্ত্রী এর আরও খবর: