শিরোনাম

South east bank ad

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ হলেন ইন্সপেক্টর চম্পক দামসহ চুনারুঘাট থানার ৩ পুলিশ সদস্য

 প্রকাশ: ১২ জুন ২০২১, ০২:৪৩ অপরাহ্ন   |   রেঞ্জ পুলিশ

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ হলেন ইন্সপেক্টর চম্পক দামসহ চুনারুঘাট থানার ৩ পুলিশ সদস্য
নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ) : 

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার পর এবার সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে চুনারুঘাটের ইন্সপেক্টর(তদন্ত) চম্পক দাম, একই থানার এস আই ভুপেন্দ্র বর্মন ও এএসআই মাহমুদুল হাছান শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। এছাড়া সিলেটে রেঞ্জের সার্কেল অফিসার দ্বিতীয় হিসেবে নির্বাচিত হয়েছেন মাধবপুর সার্কেলে দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মহসিন আল মুরাদ, এবং ওসি ক্যাটাগরিতে তৃতীয় নির্বাচিত হয়েছেন মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক । মানুষের কল্যাণে কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দাযয়িত্ব পালন, অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলার রহস্য উদ্ঘাটন ও অপরাধ দমনে একাগ্রভাবে কাজ করে যাওয়ায় তাদেরকে পুলিশ হেডকোয়ার্টার প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে এবার সিলেট রেঞ্জে পুলিশের সকল পদমর্যাদা ১ম,২য়,৩য় নির্বাচন করা হয়। এর আগে গত ৬ জুন হবিগঞ্জ জেলা পুলিশের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা’ সভায় চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম ও একই থানার এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মণ এবং এএসআই মাহমুদ হাছান সহ তিন অফিসারদের কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়। একই সাথে মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাককে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা । উল্লেখ্য ইন্সপেক্টর চম্পক দাম গত ৪ ডিসেম্বর ২০১৯ সালে চুনারুঘাট থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি আলোচিত মামলা তদন্ত, একাধিক ক্লুলেস খুন মামলার আসামি, বড় বড় দাগী চোর, ডাকাত ও মাদক মামলার আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটন, জুয়া বন্ধ ও জুয়াড়ি গ্রেপ্তার,আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, কমিউনিটি পুলিশিং কার্যক্রমসহ নানা ধরণের কাজের মাধ্যমে পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সার্বিক বিষয়ে বিগত দিনে অবদান রেখেছেন তিনি। ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম , বলেন, রেঞ্জের শ্রেষ্ঠ অর্জন আমাকে ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে উৎসাহ ও উদ্দীপনা প্রদান করবে। সব সময় কাজের স্বীকৃতি পেতে ভালো লাগে। এ পুরস্কার আমার ভবিষ্যতে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। এই সাফল্যর জন্য সিলেট রেঞ্জের ডিআইজি,হবিগঞ্জের পুলিশ সুপার, মাধবপুর সার্কেল, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চুনারুঘাট থানার শ্রেষ্ঠ নির্বাচিতরা।
BBS cable ad

রেঞ্জ পুলিশ এর আরও খবর: