বরিশালে প্রার্থীদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১-এর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান যোগ দেন।
গতকাল সোমবার ১৪ জুন ২০২১ইং তারিখ সকাল ১০টায় পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য, সাধারণ পদের প্রতিদ্বন্দী প্রার্থিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।এতে আরও উপস্থিত ছিলেন হায়াতুল ইসলাম খান, পুলিশ সুপার, পিরোজপুর। এছাড়াও উপস্থিত ছিলেন র্যা ব-০৮-এর অধিনায়ক মো. জামিল হাসান বিপিএম, পিপিএম; জেলা প্রশাসক, পিরোজপুর।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে দৃঢ়ভাবে বলেন, মঠবাড়ীয়ায় সুষ্ঠ ও সুন্দর একটি নিবার্চন উপহার দেওয়া হবে।
এতে সভাপতিত্ব করেন মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক।