ধোবাউড়া রাস্তার কাজ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ডেবিড রানা চিসিম

ফয়সাল আহম্মেদ (ধোবাউড়া):
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদর ইউনিয়নের দর্শা গ্রামে মানুষের চলাচলের কষ্ট দূর করতে এখলাছের বাড়ি থেকে মন্তনি বাবুলের বাড়ি পর্যন্ত রাস্তাটি পুনঃনির্মাণ করে দিচ্ছেন ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং।শনিবার বিকালে পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।
উদ্বোধনকালে তিনি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়ন কাজের অংশ হিসেবে ধোবাউড়া উপজেলায় ব্যাপক উন্নয়ন কাজ শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে এই উপজেলায় যে পরিমাণ উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে তা ইতিপূর্বে কখনও হয়নি। এসময় এলাকাবাসী,ধোবাউড়া উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন সোহাগ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন উপস্থিত ছিলেন।