আনোয়ারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ড্রেন পরিস্কার

এম.এম.,জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):
চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে অবস্থিত ড্রেনগুলো পরিস্কার করা হয়েছে। দীর্ঘদিন থেকে ড্রেনের ময়লা পানি সড়কে জমে সৃষ্ট জলাবদ্ধতা ও দুর্গন্ধে অতিষ্ঠ ছিলেন জনসাধারণ। বাজারের এ দুর্ভোগ-দুর্দশার স্বচিত্র প্রতিবেদন গত কয়কদিন থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হলে বিষয়টি আমলে নিয়ে মঙ্গলবার (৮-জুন) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদের নেতৃত্ব পানির ড্রেনগুলো পরিস্কার করা হয়।
ড্রেন পরিস্কারে সন্তুষ্ট প্রকাশ করে চাতরী চৌমুহনী বাজারের এক নিয়মিত পথচারী বলেন,এতদিন দূর্ঘন্ধে চাতরী চৌমুহনী বাজারে হাঁটা যেত না। আজ উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
ড্রেন পরিস্কারকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ বলেন, ব্যবসায়ীরা নিজ দোকানের সামনের অংশটুকুতে ময়লা, আবর্জনা, ব্যাগ ফেলে ড্রেনগুলো বন্ধ করে ফেলেছে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। গত দু'বছর ও ড্রেনগুলে পরিস্কার করানো হয়েছে। এবারও ড্রেনগুলো পরিস্কার করাচ্ছি। কিন্তু ব্যবসায়ীরা সচেতন না হলে,নিজ দোকানের সামনের অংশটুকু নিজে পরিস্কার না রাখলে আবারও জলাবদ্ধতা সৃষ্টি হবে।