টাঙ্গাইলের সেরা কৃষক আনিসুর রহমান

২০২০-২০২১ অর্থ বছরে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন ও সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আনিসুর রহমান তেল জাতীয় ফসলের উৎপাদন সংরক্ষণ ও বিতরণ সফলভাবে সম্পন্ন করায় টাঙ্গাইল জেলার সেরা (প্রথম) এসএমই কৃষক নির্বাচিত হয়েছেন সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস। সরিষার চাষ ভাল করায় তাকে শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত করা হয়েছে। তিনি জেলার শ্রেষ্ঠ হওয়ায় বৃহস্পতিবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে তাকে সনদ ও পুরস্কার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহ্সানুল বাসারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আনিসুর রহমান আনিস বলেন, ৪৫ বছর যাবত আমি কৃষি কাজের সাথে জড়িত। এ বছর আমি কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় দুই একর জমিতে সরিষার চাষ করে ৪৮ মণ সরিষা উৎপাদন করেছি। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। দুই একর জমিতে সরিষা চাষ করতে বীজ, হালচাষসহ প্রায় ১২ হাজার টাকা খরচ। কিন্তু সরকারের পক্ষ থেকে সব কিছুই আমি ফ্রিতে পেয়েছি। জেলায় প্রথম হওয়ায় আমি খুব খুশি। আমাকে প্রথম নির্বাচিত করায় কৃষি কর্মকর্তাদের প্রতি আমি কৃতজ্ঞ। জীবনের প্রথম ভাল কাজের জন্য পুরস্কার ও সনদ পেলাম।