পাহাড়ে ইউপিডিএফ আস্তায় সেনাবাহিনীর অভিযান: অস্ত্র গোলাবারুদ উদ্ধার

পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের বিরুদ্ধে অভিযানে নেমেছে সেনাবাহিনী। মঙ্গলবার সকাল থেকে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ইউনিয়নের ইউপিডিএফের সশস্ত্র আস্তায় অভিযার চালায় সেনা সদস্যরা। এসময় অস্ত্র গোলাবারুদ্ধ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন তারা। এসময় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট জোনের (৬ইবি) সেনাবাহিনীর একটি বিশেষ দল হরেন্দ্র পাড়া (৯নং পাড়া) ইউপিডিএফের আস্তায় অভিযানে নামে। এসময় সেনা উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। জবাবে সেনাবাহিনীও ইউপিডিএফকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় উভয়ের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। তবে সেনাবাহিনীর কাছে হারমেনে ইউপিডিএফ সদস্যরা অস্তানা ত্যাগ করে পালিয়ে যায়। পরে ইউপিডিএফ আস্তানায় অভিযান চালিয়ে সেনাবাহিনী একে ৪৭ -০১ টি, গাদা বন্দুক- ০৩টি, দেশীয় তৈরী এলজি (পিস্তল)- ০১ টি, ম্যাগাজিন -০১ টি, বল এ্যামুঃ -০৬ রাউন্ড, কার্তুজ - ০১ রাউন্ড,খালি কার্টিজ- ৪২ টি, ওয়াকিটকি সেট- ০৪ টি, ওয়াকিটকি সেটের চার্জার ক্যাবল সহ - ০৪ টি, এ্যামুঃপোচ- ০১ টি, জিপিএস -০১ টি, গোপন ভিডিও ক্যামেরা কলম -০৩ টি, গোপন ভিডিও ক্যামেরা বোতাম-০২ টি, চশমা -০১ টি, ইউপিডিএফ লং লাইভ আর্মব্যান্ড-০৫টি,ইউপিডিএফ পতাকা -০৩ টা, বিভিন্ন ধরনে বই-১০ টি, চাঁদা আদায়ে রশিদ বই -০২ টা উদ্ধার করেন।
রাঙামাটি জেলা পুলিশ সুপার ডা. এসএম ফরহাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান অব্যাহত আছে। সন্ত্রাসীদের কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।