South east bank ad

কক্সবাজার ও রংপুরে গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

 প্রকাশ: ২৯ জুন ২০২১, ০২:২১ অপরাহ্ন   |   ব্যাংক

কক্সবাজার ও রংপুরে গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
কক্সবাজারের মহেশখালীতে নতুন বাজার শাখা এবং বিভাগীয় শহর রংপুরে গ্লোবাল ইসলামী ব্যাংকের রংপুর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 
সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে শাখা দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। 
অত্যাধুনিক প্রযুক্তি ও উৎকর্ষ ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি তার স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সঙ্গে শাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: