ঝিনাইদহে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সিএসআর কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি ঝিনাইদহের মহেশপুর পৌরসভা ও পার্শ্ববর্তী এলাকার কর্মহীন শ্রমজীবী ও অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। মহেশপুর পৌরসভার মেয়র মো. আব্দুর রশিদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মধ্যে ৪০০ বস্তা ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণসামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি লবণ এবং সাবান বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস. বি. কে ইউপি চেয়ারম্যান মো. আরিফান হাসান চৌধুরী, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সিরাজ, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন, স্বরূপপুর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি এবং ব্যাংকের মহেশপুর শাখার ব্যবস্থাপক মীর তৌহিদ আহম্মদ প্রমুখ।