South east bank ad

ন্যাশনাল ব্যাংক লিমিটেড’র বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২২, ০১:৩৯ পূর্বাহ্ন   |   ব্যাংক

ন্যাশনাল ব্যাংক লিমিটেড’র বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন আজ শনিবার (১৫ জানুয়ারি) ঢাকার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন মিসেস পারভীন হক সিকদার, এমপি।

পরিচালক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মুরশিদ কুলি খান এবং লে. জেনারেল মো. শফিকুর রহমান (অবসরপ্রাপ্ত)। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের চেয়ারম্যান মিসেস মনোয়ারা সিকদার এবং পরিচালক মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণের সাথে ব্যাংকের প্রয়াত চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের সম্মানার্থে একযোগে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় কোভিড-১৯- এর বৈশ্বিক মহামারী পরিস্থিতির মধ্যেও গ্রাহকদের আধুনিক এবং গুণগত ব্যাংকিং সেবা প্রদান করার জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন এর সভাপতিত্বে ব্যাংকের ২১৯টি শাখা’র ব্যবস্থাপকবৃন্দ, আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়।

এসময় ২০২১ সালের লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখা ব্যবস্থাপকদের সম্মাননা প্রদান করা হয়। উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ-সৈয়দ রইস উদ্দিন ও হোসেন আখতার চৌধুরী। সম্মেলনে অংশগ্রহণকারীরা চলতি বছরে ব্যাংকের ব্যবসা প্রসারে, অনাদায়ী শ্রেণীকৃত ঋণ আদায়ে ও লক্ষ্যমাত্রা অর্জনে একযোগে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: