বিজিবিকে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। গতকাল সন্ধ্যায় বিজিবি সদর
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। গতকাল সন্ধ্যায় বিজিবি সদর দপ্তরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সীমান্তবাসীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘তাদের উদ্বেগের কোনো কারণ নেই, সীমান্ত এলাকায় নিরাপত্তা দিতে বিজিবি সবসময় প্রস্তুত আছে। বিজিবি দেশের অভ্যন্তরেও কাজ করবে, বর্ডারেও কাজ করবে। বিএসএফের পক্ষ থেকে যদি কোনো উত্তেজনা ছড়ানো হয়, তাহলে বিজিবি তা প্রতিহত করবে। তাদের সে রকম নির্দেশনা দেয়া হয়েছে।’
নতুন বাংলাদেশ বিনির্মাণে বিজিবিকে সহযোগিতার আহ্বার জানিয়ে তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। সীমান্তে পালানোর চেষ্টা করা বিতর্কিত ব্যক্তিদের গ্রেফতারসহ চোরাচালান প্রতিরোধ করেছে।’
সীমান্তে বড় কোনো উত্তেজনা নেই মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘ভারতের জনগণ যেভাবে অভ্যন্তরীণ প্রশেসন (বিক্ষোভ) করেছে, তার জবাব দেবে বাংলাদেশের জনগণ। তবে বিএসএফ যদি কোনো প্রশেসন করে তার জবাব বিজিবি দেবে। তাদের সেই নির্দেশনা দেয়া রয়েছে এবং সেই অনুযায়ী প্রস্তুতিও নেয়া রয়েছে। সীমান্তের সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে তারা সবসময় প্রস্তুত থাকবে।’