শিরোনাম

South east bank ad

সিআইডি প্রধানের সাথে KOICA প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন   |   সিআইডি

সিআইডি প্রধানের সাথে KOICA প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ


অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের সাথে KOICA (Korea International Cooperation Agency) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় KOICA বাংলাদেশ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর Ms. Sujin Kong, আইসিটি স্পেশালিস্ট Mr. Abdullah Al Noman এবং KOICA বাংলাদেশ ও ভুটানের প্রতিনিধি Mr. K. Su Kim উপস্থিত ছিলেন।

আলোচনায় সিআইডি ও KOICA-এর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎকালে সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
BBS cable ad

সিআইডি এর আরও খবর: