প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের প্রথম ইজিএম অনুষ্ঠিত

সম্প্রতি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের প্রথম ইজিএম অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফা হায়দার। এ সভায় সাধারণ শেয়ারহোল্ডাদের ধন্যবাদ জানান কোম্পানির এমডি মোহাম্মদ আমিরুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মো. জাহাঙ্গীর আলম, মো. আলমগীর কবির, স্বতন্ত্র পরিচালক একেএম দেলোয়ার হোসেন ও ফখরুল ইসলাম, ভারপ্রাপ্ত সিএফও ও প্রধান অভ্যন্তরীণ নিরীক্ষক মো. সেলিম রেজা, কোম্পানি সচিব কাজী মোহাম্মদ সফিকুর রহমান।
ওই সভায় পরিচালনা পর্ষদ কোম্পানির নিবন্ধিত নাম ‘প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড’ থেকে রূপান্তর করে ‘প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি’ নামে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়।