এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে লংকাবাংলা ফাইন্যান্স ৪ শতাংশ সুদে ঋণ দেবে

প্রধানমন্ত্রী ঘোষিত দ্বিতীয় দফায় প্রণোদনা প্যাকেজের আওতায় কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ বিতরণের লক্ষ্যে সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান একটি চুক্তি সই করেছেন।
ফলে প্রণোদনা প্যাকেজের আওতায় লংকাবাংলা ফাইন্যান্স থেকে উদ্যোক্তারা ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ৫০ লাখ টাকা ঋণ পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শিল্প সচিব জাকিয়া সুলতানা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। লংকাবাংলা ফাইন্যান্সের এসএমই বিভাগের প্রধান মো. কামরুজ্জামান খান এবং নারী উদ্যোক্তা ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান হানিয়াম মারিয়া চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।