দেশের বাজারে এল নতুন প্রজন্মের পিকআপ টাটা ইনট্রা

বাংলাদেশে টাটা মোটরসের একমাত্র পরিবেশক নিটল মোটরস দেশের বাজারে নিয়ে এল নতুন প্রজন্মের পিকআপ টাটা ইনট্রা। গতকাল রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এ বাহন বাজারে উন্মুক্ত করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, টাটা মোটরসের ভাইস প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল বিজনেস ও স্ট্র্যাটেজি) অনুরাগ মেহেরোত্রা, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহ্মাদ প্রমুখ।
ইনট্রার দুইটি ধরন বাংলাদেশে পাওয়া যাবে—ভি১০ ও ভি২০। শক্তিশালী বৈশিষ্ট্যসম্পন্ন এ গাড়ি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা উদ্যোক্তা, পরিবহন মালিক এবং ক্রমবর্ধমান ই-কমার্স সেক্টরের পণ্য স্থানান্তরকে আরও সহজ করে দেয়।
টাটা মোটরসের ‘প্রিমিয়াম টাফ’ ডিজাইন ফিলোসোফির ওপর ভিত্তি করে তৈরি ইনট্রা দেয় পাওয়ার প্যাকড পারফরম্যান্স এবং অধিক আয়ের সুযোগ, সঙ্গে আছে নিরাপদ ও আরামদায়ক ড্রাইভিংয়ের অভিজ্ঞতা।