South east bank ad

ক্ষুদ্র ব্যবসাকে ভ্যাটের আওতাভুক্ত করার লক্ষ্যে কাজ করছে অ্যাপ ‘লেনদেন’

 প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ০৬:৪৪ অপরাহ্ন   |   সারাদেশ

ক্ষুদ্র ব্যবসাকে ভ্যাটের আওতাভুক্ত করার লক্ষ্যে কাজ করছে অ্যাপ ‘লেনদেন’
ক্ষুদ্র ব্যবসাকে ভ্যাটের আওতাভুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশের সর্বপ্রথম ইনভয়েসিং ফিনটেক অ্যাপ ‘লেনদেন’। লেনদেনের লক্ষ্য ২০২৩ সালের মধ্যে এক লাখ ক্ষুদ্র ব্যবসা ভ্যাটের আওতায় আনতে সরকারকে সহায়তা করা। এছাড়াও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা ডিজিটাল মাধ্যমে নিয়ে আসার জন্যও কাজ করছে এই ইনভয়েসিং ফিনটেক অ্যাপ। 
লেনদেন অ্যাপটির মাধ্যমে একজন ব্যবসায়ী তার ব্যবসার সব ধরনের হিসাব রাখতে পারবেন। এ লেনদেন অ্যাপের ফিচারগুলো হচ্ছে অ্যাপটি দিয়ে উদ্যোক্তারা পণ্যের হিসাব, গ্রাহকের তথ্য, দৈনন্দিন খরচের হিসেব, মাসিক খরচের হিসেব, বিক্রির হিসেব, লাভ ক্ষতির হিসেব এবং বিক্রির রশিদ তৈরি করে গ্রাহককে পাঠাতে পারবেন। 
এছাড়া লেনদেন অ্যাপে আরও নতুন কিছু ফিচার যুক্ত করেছে ব্যবহারকারীদের জন্য। এতে রয়েছে একটি বিক্রি রশিদের সঙ্গে পেমেন্ট লিঙ্ক পাঠিয়ে বিক্রিত পণ্যের মূল্য ডিজিটাল পদ্ধতিতে নিতে পারবেন ব্যবসায়ীরা এবং পণ্যের ডেলিভারিও করতে পারছেন লেনদেন অ্যাপটির মাধ্যমে। লেনদেনের লক্ষ্য ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা করার জন্য এন্ড-টু-এন্ড সলিউশন দেওয়া।
ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য লেনদেন অ্যাপটিতে রয়েছে পারসনাল ওয়ালেট। যা দিয়ে অ্যাপ ইউজাররা ব্যক্তিগত দৈনন্দিন ও মাসিক হিসাব সংরক্ষণ করতে পারবেন।
ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার জন্য লেনদেন খুব শীঘ্রই লোন সুবিধা নিয়ে আসতে যাচ্ছে। এমনকি, লেনদেন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৭২ ঘণ্টার মধ্যে লোন সুবিধা দেওয়ার জন্য কাজ করছে।
BBS cable ad