South east bank ad

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৩ পূর্বাহ্ন   |   সারাদেশ

আনোয়ারায়  ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান

এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা,চট্টগ্রাম):

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী নেতৃত্বে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়।
 
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চাতরী চৌমুহনী বাজারে একটি প্রভাবশালী মহল ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলে ছিলো। যার কারণে পথচারীদের ভোগান্তি পোহাতে হতো। প্রশাসনের এমন অভিযানে তারা সন্তুষ্ট প্রকাশ করেন।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন,যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া উচ্ছেদকৃত জায়গায় কেউ পুনরায় স্থাপনা গড়ে তুললে চাইলে প্রাশসনকে অবহিত করার জন্য তিনি স্থানীয়দের অনুরোধ জানান।
BBS cable ad