মঙ্গলবার আ.লীগের বর্ধিত সভা

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
আগামী ২১ সেপ্টেম্বর মঙ্গলবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হবে।আর এই বর্ধিত সভায় যোগ দিতে ঢাকার কেন্দ্রীয় নেতারা আসেছেন রাজবাড়ীতে। সভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ।
বর্ধিত সভায় রাজবাড়ীতে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, প্রেসিডিয়াম সদস্য লে.কর্নেল মুহাম্মদ ফারুক খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য সানজিদা খানম।রাজবাড়ী জেলা লিল্পকলা একাডেমিতেত এ সভা অনুষ্ঠিত হবে।।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী জানান, ‘বর্ধিত সভায় মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন, উপজেলা ও পৌর কমিটি গঠনে সম্মেলন আয়োজনের পাশাপাশি দলে গ্রুপিং না রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও ২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম জানান, ‘রাজনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সভা আহ্বান করা হয়েছে। তাদের দিকনির্দেশনা অনুযায়ী সভার এজেন্ডা নির্ধারণ করা হয়েছে।’
সভা উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের ছবি দিয়ে বানানো ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে জেলা শহরসহ বিভিন্ন এলাকা। মহাসড়কের প্রায় শতাধিক স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। জেলার বিভিন্ন স্তরের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে শুভেচ্ছাবার্তার ফেস্টুন ও তোরণ দিয়ে সাজানো হয়েছে শহরকে। বর্ধিত সভাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব দলীয় নেতাকর্মীরা।
সূত্রে মতে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে একটি তারিখ উপস্থাপন করেন ঢাকা বিভাগের দায়িত্বরত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সেখান থেকে ৩০ সেপ্টেম্বর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে ৩০ সেপ্টেম্বরের আগে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের একটি বর্ধিত সভা করার নির্দেশনা দিয়েছিলেন ওবায়দুল কাদের। পরবর্তীতে সম্মেলনের তারিখ পিছিয়ে দেওয়া দেওয়া হয়।আগামী ১৬ অক্টবর জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে শহরের ঐতিহাসিক শহীদ খুশি রেলওয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।এতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমকে সভাপতি ও কাজী কেরামত আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছি।