৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন। শনিবার (৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করে ৩১তম বিসিএসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা।
বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপস্থিত কর্মকর্তারা তাদের এ কর্মসূচি মাসব্যাপী চলমান রাখার ঘোষণা দেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভিন্ন ধরনের চারা বিতরণ করা হয়।
বাংলাদেশ বেতারের পরিচালক (বার্তা) মুহাম্মদ শরিফুল কাদের, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আল আমিন খান এবং ৩১তম বিসিএস ব্যাচের বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তা মো. নাজমুল হাসান, মো. আবু নাসের, মাহফুজুল ইসলাম, মো. ইফতেখার হোসেন, মো. দুলাল হোসাইন ও মো. রাসেল শেখ, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হাসানুজ্জামান, বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারের কর্মকর্তা সবুজ হাওলাদার, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মুহিত কবির সেরনিয়াবাত ও মুহিত চৌধুরী, বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা এম এ বাসার, বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা কবির জুয়েল ও শুভ দাস, বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ও মেহেদী মাসুদ ফয়সাল, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা রহমান শুভ্র, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা মো. হারুনুর রশীদ ও বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা হাসান আব্দুল্লাহ তৌহিদ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ শুরু থেকেই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখেছে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশের আটটি বিভাগে সহায়-সম্বলহীন আটটি পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছে।