মহান স্বাধীনতা দিবসে জয়পুরহাটে বাসদের শ্রদ্ধাঞ্জলি

জয়পুরহাট প্রতিনিধি:
বাংলাদেশের ৫১ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দাবি নিয়ে সূর্যোদয়ের সঙ্গে জয়পুরহাট জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা বাসদ এর নেতৃত্ব বৃন্দ।
আজ শনিবার (২৬ মার্চ) সকাল ৬ টায় জয়পুরহাট জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য করেন বাসদের অঙ্গসংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও শিশু কিশোর মেলা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বাসদের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ কমরেড ওয়াজেদ পারভেজ, জেলা সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, সদর উপজেলা বাসদের আহ্বায়ক উৎপল দেবনাথ, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক আশরাফুল ইসলাম মূর্খ।