শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক লক্ষ্মীপুর

শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ পালন উপলক্ষে বাগবাড়ীস্থ ৭১ এর গণহত্যার শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব সুরাইয়া জাহান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর।
এসময় পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, এলজিইডি ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসন, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জনাব সুরাইয়া জাহান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম, সম্মানিত পুলিশ সুপার, লক্ষ্মীপুর, জনাব রেজাই রাফিন সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ডা: আহাম্মদ কবীর, সিভিল সার্জন, প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম, অধ্যক্ষ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, জনাব সাজিয়া পারভীন, উপপরিচালক, স্থানীয় সরকার, বীর মুক্তিযোদ্ধা জনাব মাহবুবুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।