খুলনায় ভ্রাম্যমাণ আদালতের ৭২ হাজার ১০০ টাকা জরিমানা

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলীরর তত্ত্বাবধানে গতকাল সোমবার ১৪ জুন ২০২১ইং তারিখে মহানগরীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। করোনার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মোট ২৭ মামলায় ২৭ জনকে ৭২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
খুলনা জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন, গালিব মাহমুদ পাশা, তাহমিদুল ইসলাম তমাল, দেবাশীষ বসাক ও নূরী তাসমিন ঊর্মি সকাল, বিকেল ও সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি এবং করোনার সময় বিধি নিষেধ অমান্য করার দায়ে এই জরিমানা করেন। সরকারি আদেশ অমান্যকারীদের ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮’ এবং ‘দণ্ডবিধি ১৮৬০’ -এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক জরিমানা করা হয়।
সাম্প্রতি সময় দেশের বিভিন্ন স্থানে করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গত ১১ জুন শুক্রবার ২০২১ইং তারিখে অনুষ্ঠিত জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে জারি করা গণবিজ্ঞপ্তির নির্দেশনা সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা তদারকি করতেই মূলত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন এপিবিএন, বাংলাদেশ আনসার এবং থানা পুলিশের সদস্যরা। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।