রাজবাড়ীতে আরও ৪৩০ গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর

খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):
মজিববর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২য় পর্যায়ে পরিবারকে জমিসহ ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাজবাড়ী জেলার ৫ টি উপজেলার মধ্যে ৪ টি উপজেলায় দ্বিতীয় ধাপে আরো ৪৩০ টি ভূমিহীন-গৃহহীন পরিবার পেলো দুর্যোগ সহনীয় নতুন পাকা ঘর।
৫৩,৩৪০টি ঘরের মধ্যে রাজবাড়ীতে ২য় পর্যায়ে রাজবাড়ীতে ৪৩০টি ঘর হস্তান্তর করা হয়। এরমধ্যে রাজবাড়ী সদরে ৩০০ টি, গোয়ালন্দে ৩০টি, পাংশায় ৩০টি, বালিয়াকান্দিতে ৭০টি। যার নির্মান ব্যায় ধরা হয়েছে ৮ কোটি ১৭ লক্ষ টাকা। এরআগে প্রথম পর্যায়ে রাজবাড়ীতে ১২ কোটি ৯৯ লক্ষ ৬০ হাজার টাকা ব্যায়ে ৭৬০টি নির্মানের পর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
রবিবার ২০ই জুন সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনয়াতনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ২য় পর্যায়ে দেশের ৫৩,৩৪০টি জমিসহ গৃহ প্রদান উদ্বোধন করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসনের তদারকি ও উপজেলা প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় ৪৩০ টি বাসগৃহের মধ্যে ৩৮০ টি কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে ও বাকি ৫০ টির কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। তার এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ‘মুজিব শতবর্ষ উপলক্ষে রাজবাড়ীতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প-২ আওতায় ২০২০-২১ অর্থ বছরে ৪৩০ পরিবারের জীবন বদলের উদ্যোগ নেওয়া হয়েছে।তারই ধারাবাহিকতায় প্রতিটি পরিবারকে জমি সহ গৃহ দেওয়া হলো। দুই শতাংশ জমির উপর প্রতিটি ঘরের জন্য ব্যয় ধরা হয় ১লাখ ৯০ হাজার টাকা।
এই উপলক্ষে রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে ঘর ও জমির দলিল প্রদানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
এর আগে ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী প্রথম পর্যায়ের সারাদেশে প্রায় ৭০ হাজার পরিবারকে জমি সহ ঘর উপহার দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোহাম্মদ সায়েফ বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন অসহায় পরিবার গুলোকে উপহার স্বরুপ পাকা বাড়ি করে দিচ্ছেন। ফলে সমাজের অবহেলিত মানুষ গুলোর সামাজিক মূল্যায়ন বৃদ্ধি সহ প্রাত্যহিক জীবনে দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। এর আগেও প্রকল্পের প্রথম ধাপে এ জেলায় ৭৬০টি পরিবারের কাছে বাড়ির দলিল হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, অসহায় মানুষকে জমিসহ ঘর দেওয়া "অন্তর্ভুক্তি উন্নয়নে শেখ হাসিনা মডেল"।বিশ্বে এটা নতুন মডেল, আগে কখনো কেউ এটা কেউ ভাবেনি।মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২০ জুন সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২য় পর্যায়ে সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। তার আগে সকাল সাড়ে ৯টায় জেলার প্রতিটি উপজেলাতে আশ্রয়ণ প্রকল্পের পাঠানো ভিডিও প্রদর্শন করা হয়।
জেলা প্রশাসক আরও জানান, মুজিব বর্ষে "বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না" মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে সারা দেশে ২ শতাংশ খাস জমি বন্দবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ প্রদানের মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ী জেলায় ২য় পর্যায়ে প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৯০ হাজার টাকা নির্মাণ খরচ নির্ধারণ করে ৪৩০ টি ঘরের জন্য মোট ৮ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ করা হয়। যার মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ২৫০ টি,পাংশা উপজেলায় ৩০ টি, গোয়ালন্দ উপজেলায় ৩০ টি,বালিয়াকান্দি উপজেলায় ৭০ টি সহ মোট ৩৮০ টি ঘরের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যা ২০ জুন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর রাজবাড়ী জেলায় সম্পন্ন হওয়া ৩৮০ টি ঘরের চাবিসহ মালিকানার কাগজ তালিকায় থাকা ৩৮০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এবং রাজবাড়ী সদর উপজেলায় যে ৫০ টি ঘরের কাজ চলমান রয়েছে সেগুলো নির্মাণ কাজ শেষ হবার পর হস্তান্তর করা হবে।
রাজবাড়ী সদর উপজেলায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জববার,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান প্রমুখ।