South east bank ad

নড়াইলে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের চাবি এবং দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক

 প্রকাশ: ২২ জুন ২০২১, ০৫:৩৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

নড়াইলে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের চাবি এবং দলিল হস্তান্তর  করেন জেলা প্রশাসক
নড়াইলে জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দ্বিতীয় পর্যায়ে জমি ও গৃহ নির্মাণ সমাপ্তির পর উপকারভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের চাবি এবং দলিল হস্তান্তর  করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
উল্লেখ্য নড়াইল জেলায় মোট ৪৭৭টি ঘর নির্মাণ করা হয়েছে। এরমধ্যে প্রথম পর্যায়ে ৩২৫টি ঘর এবং দ্বিতীয় পর্যায়ে ১৫২টি ঘর হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: