South east bank ad

নেত্রকোণায় অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা

 প্রকাশ: ২৭ জুন ২০২১, ১০:০৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

নেত্রকোণায় অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা
 নেত্রকোণায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  কাজি মোঃ আবদুর রহমান। 
'যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ'- করার আহবান জানিয়ে জেলা প্রশাসক মাদকের আগ্রাসন রোধে সরকারের পাশাপাশি জনসাধারণকেও সচেতন থাকার  পরামর্শ দেন। এছাড়া মাদকদ্রব্যের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ সুহেল মাহমুদ এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলী হায়দার রাসেল। এ সময় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: