শিরোনাম

South east bank ad

মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত

 প্রকাশ: ১০ জুলাই ২০২১, ০৩:৩৪ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত
কঠোর বিধি-নিষেধসহ মুন্সিগঞ্জ শহর এলাকায় গতকাল শুক্রবার ৯ জুলাই ২০২১ইং যথেষ্ট কড়াকড়ি ছিল। কোভিড-১৯ বিস্তার রোধকল্পে দেশব্যাপী চলমান লকডাউনে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। 
এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা, অকারণে বাইরে ঘোরাঘুরি করা, রেস্টুরেন্টে কাস্টমারকে বসিয়ে খাওয়ানো, জুয়েলারি দোকান খোলা রাখা মাস্ক পরিধান না করে বাইরে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে মুন্সীগঞ্জের সব উপজেলা ও জেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। 
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যা ব ও আনসার সদস্যরা জেলার সব সরকারি নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছেন। 
বিভিন্ন পর্যায়ের স্থানীয় জনপ্রতিনিধিগণও লকডাউন বাস্তবায়নে সক্রিয়ভাবে মাঠে রয়েছেন। দুঃস্থ ও অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর সহায়তা দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে। জনস্বার্থে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: