জেলাপ্রশাসন, শরীয়তপুরের উদ্যোগে ভূমি কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

১২ মে ২০২৩ তারিখ জেলাপ্রশাসন, শরীয়তপুরের উদ্যোগে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে জেলার সকল ভূমি কর্মকর্তাদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালার এর আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জুম মাধ্যমে যুক্ত ছিলেন জনাব মোঃ খলিলুর রহমান, সচিব, ভূমি মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মো.জাহিদ হোসেন পনির, যুগ্মসচিব, ভূমি মন্ত্রণালয়, জনাব সেলিম আহমেদ, উপসচিব, ভূমি মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক, শরীয়তপুর।
এ সময় আগত অতিথিবৃন্দ বর্তমান সরকারের ডিজিটাল ভূমি সেবার বিভিন্ন সেবা নিয়ে আলোচনা করেন। নাগরিক সেবা প্রদানে নামজারি, অনলাইনে পর্চা বিতরণ, হোল্ডিং ট্যাক্স, নকশা সরবরাহ সহ সকল সেবা ক্যাশলেস করা হচ্ছে।
নাগরিকগণ এখন ভূমি অফিসে না গিয়ে অনলাইনে সেবা নিতে পারছেন। ব্যাংকে টাকা জমা দিয়ে রশিদ দেখানোর প্রয়োজন নাই। অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকি এর মাধ্যমে সরকারি ফি পরিশোধ করা যাচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি ভূমি সেবা পেতে সকল নাগরিক এখন ক্যাশলেস ভূমি সেবা পাচ্ছেন।