শিরোনাম

South east bank ad

লালমনিরহাটে রোগীদের মধ্যে ৭৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

 প্রকাশ: ১২ জুন ২০২৩, ১১:৪০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

লালমনিরহাটে রোগীদের মধ্যে ৭৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
লালমনিরহাট জেলায় আজ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারলাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৫০ জন রোগীর মধ্যে ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর ই জান্নাত, পৌর সমাজসেবা কর্মকর্তা  মো. হাসানুজ্জামান প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন, সদর উপজেলার ২৫জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ১২৫ জন রোগীর মধ্যে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হবে।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: