South east bank ad

বরগুনা জেলায় বিশেষ কল্যান সভা ও বার্ষিক পরিদর্শণ করেন ডিআইজি, বরিশাল রেঞ্জ মহোদয়

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২১, ১২:৪৯ পূর্বাহ্ন   |   জেলা পুলিশ

বরগুনা জেলায় বিশেষ কল্যান সভা ও বার্ষিক পরিদর্শণ করেন ডিআইজি, বরিশাল রেঞ্জ মহোদয়

জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ মহোদয় সকাল ০৯.৩০ ঘটিকায় বরগুনা পুলিশ অফিসস্থ নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক এর নব নির্মাণাধীন ভবন, ট্রাফিক অফিস কক্ষ ও পিআরও অফিস কক্ষ শুভ উদ্ভোধন করেন।

সকাল ১০.০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে বরগুনা পুলিশ লাইন্স ড্রিলশেডে জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার, বরগুনা এঁর সভাপতিত্বে জেলা পুলিশের সদস্যদের নিয়ে বিশেষ কল্যান সভায় অংশগ্রহণ করেন এবং পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক তার সমাধান করেন ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

ডিআইজি মহোদয় তাঁর বক্তব্যে বলেন, পুলিশ সদস্যদের অলসভাবে সময় না কাটিয়ে তাদের আরো এ্যাকটিভ হতে হবে। তা না হলে অচিরেই প্রত্যেক থানায় জেলার মত পুলিশ সদস্যদের জন্য হাসপাতাল বানাতে হবে। পুলিশ সদস্যদের পরিশ্রম করে গায়ের চর্বি ঝরিয়ে স্লিম হওয়ার কথা তুলে ধরেন।

তিনি আরো বলেন, পুলিশ সদস্যদের জনগনের সাথে আরো বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। পায়ে হেঁটে প্রান্তিক জনগণের দ্বারপ্রান্তে যেতে হবে। তাহলে বিপদে পড়লে তারা পুলিশের কাছে আসবে, স্মরণ করবে এবং যে কোন সংবাদ দ্রুত পৌঁছে দিবে। পুলিশ সদস্যদের আরো বেশি আন্তরিকতা, দক্ষতা এবং পেশাদারিত্ব অর্জনের দিকে মনোযোগী হওয়ার কথা বলেন এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে হলে আমাদের ডিজিটালাইজড এর কোন বিকল্প নেই বলে তাঁর বক্তব্যে তুলে ধরেন।

পুলিশের বিভিন্ন অফিস এবং থানা ফাঁড়িতে দিন দিন কনস্টেবল কমে যাওয়ার কারণ উল্লেখ করে বলেন, আমরা অফিসার নির্ভর পুলিশ বাহিনী গড়তে চাই। যারা হবে অত্যন্ত দক্ষ, চৌকস এবং সব ধরনের কাজে পারঙ্গম।

এছাড়া নারী পুলিশ সদস্যদের দ্বারা অফিস চালানোর কথা তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করে বলেন, নারী পুলিশ সদস্যদের আরো বেশি বেশি ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। পুরুষ পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে বাহিরে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। তাদের বহির্মুখী হতে হবে।

তিনি আরো বলেন, আমরা এক বৈশ্বিক মহামারির ভিতর দিয়ে দিন অতিবাহিত করছি। তাই আমাদের বাজেটের এক বড় অংশ ব্যয় হচ্ছে স্বাস্থ্য খাতে। ফলে টিএ বিল বাড়ানোর বিষয়ে আপাতত কোন কিছু বলা যাচ্ছেনা। তবে করোনা পরিস্থিতি ভালো হলে তখন এ বিষয়ে বিবেচনা করা হবে মর্মে তার বক্তব্যে উল্লেখ করেন।

এছাড়া সকল পুলিশ সদস্য ও পুলিশ পরিবারের সকলকে করোনার টিকা গ্রহন নিশ্চিত করা এবং এটা আমাদের সকলের দায়িত্ব মর্মে তাঁর বক্তব্যে তুলে ধরেন।

পরিশেষে রেঞ্জ ডিআইজি মহোদয় তাঁর বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন, আমাদের পুলিশ অফিসারদের কয়েকটি বিষয়ে গুনাবলী অর্জন করতে হবে,

1. Be qualified

2. Be prepared

3. Given the dignity of labor.

4. Be watchful.

ডিআইজি মহোদয় দুপুর ১২.০০ ঘটিকায় পুনরায় পুলিশ অফিস, বরগুনা উপস্থিত হয়ে পুলিশ অফিস ও জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন করেন।

পরবর্তীতে বেলা ০২.৩০ ঘটিকায় আমতলী উপস্থিত হয়ে পর্যায়ক্রমে আমতলী সার্কেল অফিস ও আমতলী থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার, বরগুনা মহোদয় উপস্থিত থেকে পরিদর্শনকার্যে সার্বিক সহযোগীতা প্রদান করেন।

BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: