শিরোনাম

South east bank ad

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন   |   নির্বাচন কমিশন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকার ভুলত্রুটি সংশোধনের জন্য ৬৫টি সংশোধনকারী কর্তৃপক্ষ গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধন শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৮ নভেম্বর। 

সোমবার (১৩ অক্টোবর) ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ২০০৭ সালের ৩১ অক্টোবর তারিখকে ভোটার হওয়ার যোগ্যতার মানদণ্ড হিসেবে ধরে দাবি-আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে এসব কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।


ইসি সূত্র জানায়, ১ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৬ নভেম্বর পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। এসব আবেদন ১৭ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি শেষে ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

বর্তমানে দেশে ভোটারসংখ্যা ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার ৫৯৪।


এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ছয় কোটি ২২ লাখ পাঁচ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার এক হাজার ২৩০ জন।
BBS cable ad