শিরোনাম

South east bank ad

পিআর পদ্ধতি সংবিধান-আরপিওতে নেই: সিইসি

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন   |   নির্বাচন কমিশন

পিআর পদ্ধতি সংবিধান-আরপিওতে নেই: সিইসি

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির আওতায় নির্বাচন আয়োজনের সম্ভাবনা নাকচ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট বলেছেন, পিআর পদ্ধতি সংবিধান ও আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২)—উভয় জায়গাতেই নেই। ফলে এটি বাস্তবায়নের জন্য আগে আইন সংশোধন করতে হবে, যা নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাংবাদিকরা জানতে চান, আসন্ন জাতীয় নির্বাচন প্রচলিত পদ্ধতিতে হবে, নাকি পিআর পদ্ধতিতে? উত্তরে সিইসি বলেন, ‘আরপিওটা পরিবর্তন করে যদি এটা (পিআর) অন্য একটা দিয়ে দেওয়া হয়, তাহলে আইন বদলাতে হবে। আমরা তো আইন বদলাতে পারি না।’

আর যদি পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হয়, তাহলে সময়মতো (ফেব্রুয়ারিতে) নির্বাচন আদৌ সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সেটা তো আইন বদলাইতে হবে, আরপিও বদলাতে হবে। আর এখানে আরপিওতে যে সিস্টেম আছে সেটা বদলাতে হলে সংবিধানও বদলাতে হবে।’


তিনি আরও বলেন, ‘সংবিধান বদলাতে বলা হলে আবার আমার বিরুদ্ধে কথা বলবে। তখন বলবে, উনি তো পিআরের বিরুদ্ধে দাঁড়াইয়া গেছে।’

সিইসি বারবারই রাজনৈতিক দলগুলোর ভূমিকার দিকে ইঙ্গিত করেন। বলেন, ‘রাজনৈতিক দলগুলো একটা ফয়সালায় বা মীমাংসায় আসুক। ওনারা তো বুঝবেন যে, আমাদের পক্ষে সম্ভব কি না। যদি ওনারা পিআর চান, তাহলে বুঝবেন—আমাদের কি করণীয়।’

বাংলাদেশে নির্বাচন এখনো পর্যন্ত একক আসনভিত্তিক প্রথম-ভোটে-বিজয়ী (FPTP) পদ্ধতিতে হয়ে থাকে। পিআর চালু করতে হলে সংবিধান সংশোধনের পাশাপাশি পরিবর্তন আনতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশেও। অথচ সংবিধান সংশোধনের ক্ষমতা একমাত্র সংসদের হাতে।


নির্বাচন কমিশনের হাতে আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষমতা না থাকায় তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারবে না বলেই জানিয়ে দেন সিইসি।

শাপলা প্রতীক নিয়ে এখন আলোচনা কেন?

প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, ইসিতে প্রথম নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না শাপলা প্রতীক চেয়েছিলেন, তখন আলোচনা করেনি; এখন শাপলা নিয়ে আলোচনা কেন? নানা কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। আর এনসিপি চিঠি দিতে পারে এতে সমস্যা নেই। তারা রাজনীতিবিদ হিসেবে বলতে পারেন।
BBS cable ad