শিরোনাম

South east bank ad

সংসার চালাত ১২ বছরের কিশোর, হত্যা করে অটোরিকশা ছিনতাই

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন   |   পুলিশ

সংসার চালাত ১২ বছরের কিশোর, হত্যা করে অটোরিকশা ছিনতাই

কুমিল্লার দাউদকান্দিতে এক কিশোর চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) দাউদকান্দি উপজেলা পৌরসভার দৌলদী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিহত শিশু চালক ফাহিম (১২) মরদেহ উদ্ধার করে মডেল থানা পুলিশ।

নিহত ফাহিম সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মজিবুর রহমান ও নুর নাহার বেগমের ছেলে।
তার মা দুই ভাই-বোন নিয়ে পৌরসভার তুজারভাঙ্গা ভাড়া বাসায় বসবাস করতেন। আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা যায়, ফাহিম ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাত। গতকাল বুধবার ফাহিম ভাড়ায় চালিত একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়।
রাত গভীর হলে সে বাসায় না ফিরলে তার মা নূরনাহার অটোরিকশার মালিক আমিনুলের কাছে আসেন। পরে তিনি বিষয়টি থানা পুলিশকে জানান। এরপর আজ বৃহস্পতিবার দুপুরে ফাহিমের মরদেহ দৌলদী ব্রিজের কাছে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

দাউদকান্দি মডেল থানা ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘অটোরিকশা চালক শিশু ফাহিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা পাঠানো হয়েছে। ধারণা করছি চালককে হত্যা করে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে গেছে। অটোরিকশা উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।’

BBS cable ad