পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ডিবিসিসিআই পর্ষদের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে গতকাল বুধবার ২৩ জুন ২০২১ইং তারিখ এক সৌজন্য সাক্ষাৎ করেন ডাচ-বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) প্রেসিডেন্ট মো. আনোয়ার শওকত আফসার।
এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সচিব সাব্বির আহমেদ চৌধুরী, মহাপরিচালক ফাইয়াজ মুর্শিদ কাজী, মহাপরিচালক নাজমুল হুদা ও পররাষ্ট্র দপ্তরের পরিচালক এমদাদুল ইসলাম চৌধুরী।
ডিবিসিসিআইয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসাইন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউস স্বপন মালিক, পরিচালক (অর্থ) নওফেল বিন রেজা, পরিচালক মো. নাজমুল হক, এম রাকিবুল হোসাইন, মো. শহীদ আলম ও মো. সায়েম ফারুকী প্রমুখ।