পররাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তানে ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করলেন

উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারের গ্যালারিতে রাখা বঙ্গবন্ধুর বিভিন্ন ছবি ঘুরে ঘুরে দেখেন। এ সময় উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলমসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ১৪ জুলাই উজবেকিস্তান গেছেন ড. মোমেন।
সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. মোমেন। তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করবেন।