South east bank ad

কৃষিপণ্য কেনাবেচার মোবাইল অ্যাপ ‘সদাই’-এর উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ০২:৫৬ অপরাহ্ন   |   মন্ত্রী

কৃষিপণ্য কেনাবেচার মোবাইল অ্যাপ ‘সদাই’-এর উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী
কৃষি বিপণন অধিদপ্তরের কৃষিপণ্য কেনাবেচার মোবাইল অ্যাপ ‘সদাই’-এর উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অ্যাপের উদ্বোধন করেন তিনি। অ্যাপটির সার্বিক সহযোগিতায় রয়েছে কৃষি মন্ত্রণালয়।

মন্ত্রী বলেন, কৃষিপণ্য কেনাবেচায় সদাই অ্যাপটি যুগান্তকারী পদক্ষেপ। এ অ্যাপ সফলভাবে বাস্তবায়ন হলে দেশের কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস, কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিতে কাজ করবে। একই সঙ্গে ভোক্তারা যাতে না ঠকে, প্রতারণার শিকার না হয় এবং নিরাপদ ও ভেজালমুক্ত পণ্য পায়, তাতে অ্যাপটি সহায়ক ভূমিকা রাখবে। বর্তমানে কৃষিপণ্যের বিপণন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

কৃষিমন্ত্রী আরো বলেন, দেশে ধান, গম, ভুট্টা, শাকসবজি, ফলমূলসহ সব কৃষিপণ্যের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে, উৎপাদনে বিস্ময়কর সাফল্য এসেছে। এসব উৎপাদিত কৃষিপণ্যের বিপণনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কৃষকরা যে পণ্য উৎপাদন করেন, তা অনেক সময় বাজারজাত করতে পারেন না, সঠিক মূল্য পান না। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতের পাশাপাশি ভোক্তাদের সঠিক মূল্যে, নিরাপদ ও ভেজালমুক্ত পণ্য কেনার নিশ্চয়তাও দিতে হবে। এ লক্ষ্যে সদাই অ্যাপটি কাজ করবে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম। অন্যদের মধ্যে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) মো. রুহুল আমিন তালুকদার, অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জন দাশ উপস্থিত ছিলেন। সদাই অ্যাপের পরিচিতি তুলে ধরেন কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক বায়েজীদ বোস্তামী।

সদাই সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রথম কৃষি বিপণন অ্যাপ। এর ভাষা বাংলা। এটির মাধ্যমে কৃষক ও ভোক্তার সরাসরি যোগাযোগ হবে। কৃষি বিপণন অধিদপ্তর সদাই প্লাটফর্মে লেনদেন হওয়া কৃষিপণ্যের গুণগত মান ও ক্রয়-বিক্রয় মনিটরিং করবে। পণ্যগুলোর উপযুক্ত দাম নির্ধারণ করবে। প্রয়োজনে উদ্যোক্তার নিবন্ধন বাতিল করবে। অভিযোগ প্রতিকারের ব্যবস্থা ও অধিদপ্তর পরিচালিত কল সেন্টার থাকবে।

কৃষক ও উদ্যোক্তারা ফ্রি রেজিস্ট্রেশন করে কমিশনবিহীন বিক্রির সুযোগ পাবেন। মোবাইল ব্যাংকিং পেমেন্ট ও ক্যাশ অন ডেলিভারি পেমেন্টের সুযোগ পাওয়া যাবে। মূল্য যাচাইয়ের সুযোগ ও অর্ডারকৃত পণ্যের  ট্র্যাকিং সুবিধা রয়েছে। অধিদপ্তর কৃষক ও উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবে। ক্ষেত্রবিশেষে কৃষিপণ্য পরিবহন সুবিধা পাওয়া যাবে। ভোক্তা ও উদ্যোক্তাদের জন্য সদাই অ্যাপ আলাদাভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: