জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

রাসেল আহমেদ (ময়মনসিংহ):
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১" এর জেলা পর্যায়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪জুন) সকালে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ এনামুল হক জেলা প্রশাসক ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহা.আহমার উজ্জামান পিপিএম-সেবা পুলিশ সুপার ময়মনসিংহ। অধ্যাপক ইউসুফ খান পাঠান চেয়ারম্যান জেলা পরিষদ ময়মনসিংহ। এহতেশামূল আলম সভাপতি মহানগর আওয়ামী লীগ ময়মনসিংহ। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ ময়মনসিংহ প্রমুখ।