South east bank ad

খালেদার মাদার অব ডেমোক্রেসি সার্টিফিকেট টাকা দিয়ে কেনা: তথ্যমন্ত্রী

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২২, ০৪:০২ পূর্বাহ্ন   |   মন্ত্রী

খালেদার মাদার অব ডেমোক্রেসি সার্টিফিকেট টাকা দিয়ে কেনা: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার মাদার অব ডেমোক্রেসি সার্টিফিকেট টাকা দিয়ে কেনা। আর যে সংগঠন খালেদা জিয়াকে ডেমোক্রেসির সার্টিফিকেট দিয়েছে তাদের পরিচিতি নেই, এরা নতুন একটা সংগঠন।

বুধবার সচিবালয়ে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিক এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিএনপি যে ফার্মের সঙ্গে লবিস্ট করতে চুক্তি করেছে, সেই ফার্মই খালেদা জিয়াকে ডেমোক্রেসির সসার্টিফিকেট দিয়েছে। আর খালেদা জিয়া গণতন্ত্রের জন্য এমন কিছু করেননি যে তাকে মাদার অব ডেমোক্রেসি সার্টিফিকেট দেওয়া হবে। ২০১৮ সালের সার্টিফিকেট এখনো দেখানো হাস্যকর।

এতো বছরেও সাংবাদিক সাগর রুনি হত্যার কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমিও সাগর রুনি হত্যার বিচার চাই। কিন্তু এই বিষয়ে আমি কিছু বলতে পারি না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন।

তিনি বলেন, ভারতের ত্রিপুরায় বাংলাদেশের চ্যানেল দেখা যায়, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের চ্যানেলগুলো দেখা যায় না; বিষয়টি নিয়ে দোরাইস্বামীর সঙ্গে কথা হয়েছে। পশ্চিমবঙ্গে বাংলাদেশী চ্যানেল দেখাতে তারা অনেক টাকা দাবি করে যা আমাদের পক্ষে যা দেওয়া সম্ভব না। তাই এ বিষয়ে একটি সুষ্ঠু সমাধানের জন্য বলা হয়েছে। একইসঙ্গে কলকাতাতে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় ও চ্যানেলের যেসব প্রতিনিধি আছেন তাদেরকে এক্রিডেশন কার্ড দেওয়া হয় না। এতে করে ঐসব প্রতিনিধিদের কাজে সমস্যা হয়; বিষয়টি নিয়েও কথা হয়েছে।

বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় মুক্তিযুদ্ধ বিষয়ক একটি সিনেমা তৈরি করবে বলে জানান ড. হাছান মাহমুদ।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: