শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রকিবুর রহমানের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

বিডিএফএন লাইভ.কম
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান মোঃ রকিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ শনিবার (১৯ মার্চ) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে মোঃ রকিবুর রহমান আজীবন কাজ করে গেছেন।
তাঁর মৃত্যুতে দেশ একজন দক্ষ সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠককে হারালো।
উল্লেখ্য, মোঃ রকিবুর রহমান (৭২) গতকাল শুক্রবার দুপুর (১৮ মার্চ) আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।