South east bank ad

ছয়দফা মানে পরোক্ষভাবে স্বাধীনতার সংগ্রামের ঘোষণা :মোস্তাফা জব্বার

 প্রকাশ: ০৭ জুন ২০২১, ১০:২৮ অপরাহ্ন   |   মন্ত্রী

ছয়দফা মানে পরোক্ষভাবে স্বাধীনতার সংগ্রামের ঘোষণা :মোস্তাফা জব্বার


ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, ছয় দফা বঙ্গবন্ধুর স্বাধীনতার ধারাবাহিক আন্দোলনের অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়। ১৯৬৬ সালের একুশে ফেব্রুয়ারি থেকে ছয় দফা আওয়ামী লীগের দলীয় ইশতেহারে পরিণত হয়। তিনি  বলেন ছয়দফা মানে পরোক্ষভাবে স্বাধীনতা সংগ্রামের ঘোষণা। একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি বলে তিনি উল্লেখ করেন।
 মন্ত্রী আজ  সোমবার ঢাকায় মুজিববর্ষ উপলক্ষে টেলিযোগাযোগ অধিদপ্তর আয়োজিত  ঐতিহাসিক  ছয়দফা দিবসের ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায়  এসব কথা বলেন।
টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: আফজাল হোসেন, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার,  ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ শাহাদাৎ হোসেন. ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: সিরাজ উদ্দিন, বিটিসি্এল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো: রফিকুল মতিন, টেলিটক এর ব্যবস্থাপনা পরিচালক মো: সাহাব উদ্দিন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মু: আ: হান্নান টেশিস এর ব্যবস্থাপনা পরিচালক ফকরুল হায়দার চৌধুরী বক্তৃতা করেন।
মন্ত্রী ৪৭ সাল থেকে ধাপে ধাপে কেমন করে বঙ্গবন্ধু বাংলার জনগণকে একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার যুদ্ধে সৈনিক হিসেবে গড়ে তোলেন সেটি আলোচনা করার এটিই উত্তম সময় উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরবচ্ছিন্নভাবে পূর্ব বাংলার জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। ১৯৬৬ সালের জুলাই মাসে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র হিসেবে প্রথম উপলব্ধি করি পাকিস্তান নামক যে রাষ্ট্রটিতে তখন বাস করি সেটি আমাদের স্বাধীনতা নয়, দাসত্ব। জাতির পিতার ছয় দফাতেই সেই সচেতনতা তৈরি হয়। 
১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার ওপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে উল্লেখ করে মন্ত্রী বলেন, পৃথিবীর খুব কম নেতাই আছেন যারা সমগ্র জনগোষ্ঠীকে সংগঠিত করে একটি দেশকে পরাধীনতা থেকে মুক্ত করতে পেরেছেন। একজন বঙ্গবন্ধু সেটা করতে পেরেছেন বলে মন্ত্রী উল্লেখ করেন। 
বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তাফা জব্বার দেশের স্বাধীনতা অর্জন, সংবিধানের মূলনীতি এবং সাড়ে তিন বছরে বঙ্গবন্ধুর শাসনকালে গৃহীত বিভিন্ন কর্মসূচিকে যুগান্তকারি উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু  আর মাত্র ৫ থেকে ৭ বছর দেশ পরিচালনা করতে পারলে বাংলাদেশ আরও ত্রিশ বছর আগে আজকের অবস্থায় উপনীত হতে পারতো। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৬ বছরের শাসনে বাংলাদেশ আজ বিশ্বে একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে। করোনাকালে উন্নত বিশ্বের অনেক দেশের জাতীয় প্রবৃদ্ধি ঋণাত্মক থাকলেও বাংলাদেশ শতকরা ৫ ভাগের বেশী জাতীয় প্রবৃদ্ধি অর্জন করেছে এবং এ বছর সাত ভাগের বেশি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে । তিনি জ্ঞান ভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন ডিজিটাল বাংলাদেশ মানে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা। এই লক্ষ্যে স্ব-স্ব প্রতিষ্ঠানসমূহের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
 উল্লেখ্য ১৯৬৬ সালের ৭ জুন ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ ১১ জন শহীদ হন। শহীদের রক্তে ছয় দফা আন্দোলন স্ফুলিঙ্গের মতো দ্রুত ছড়িয়ে পড়ে সর্বত্র; রাজপথে নেমে আসে বাংলার মুক্তিকামী জনগণ।  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, পাকিস্তানি শাসন-শোষণ-বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকা এক জাতীয় সম্মেলনে পূর্ব বাংলার জনগণের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করেন। ৭ জুন আরও একটি কারণে ঐতিহাসিক। এই দিনে তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ঘোষণা করেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: