South east bank ad

বদলি আদেশ ছিঁড়ে ফেলায় এনবিআরের ১৪ কর্মকর্তা বরখাস্ত

 প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

বদলি আদেশ ছিঁড়ে ফেলায় এনবিআরের ১৪ কর্মকর্তা বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্থার ১৪ কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন এনবিআর কর বিভাগের পাঁচ যুগ্ম কর কমিশনার ও তিন উপ কর কমিশনার।

জাতীয় রাজস্ব বোর্ডের জারিকৃত বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার পৃথক ১৪টি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সচিব মো. আব্দুর রহমান খান এফসিএমএ।

সাময়িক বরখাস্ত হওয়া এসব কর্মকর্তা সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের ২২ জুন জারিকৃত বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এবং এর মাধ্যমে বদলি আদেশ অমান্যকারীগণকে সমর্থন করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা মোতাবেক সরকারি চাকরি হতে তাদের সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর মুরাদ আহমদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোরশেদ উদ্দিন, নোয়াখালী কর অঞ্চলের মোনালিসা শাহরীন সুস্মিতা ও কক্সবাজারের কর অঞ্চলের যুগ্ম কর কমিশার আশরাফুল আলম প্রধান এবং উপ-কর কমিশনার শিহাবুল ইসলাম, রংপুরের নুশরাত জাহান শমী ও কমিল্লার উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল।

এ ছাড়াও আছেন কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা; জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল; নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর-এর অভিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার; ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (অতিরিক্ত কমিশনার) সিফাত-ই-মরিয়ম; খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর রাজস্ব কর্মকর্তা শফিউল বশর ও কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) এর রাজস্ব কর্মকর্মতা সবুজ মিয়া।

গত ২২ জুন কয়েকজন কর্মকর্তাকে বদলি করে আদেশ জারি করে এনবিআর।
তাদের ২৪ জুন বা তার আগে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়। তবে সেই বদলি আদেশ প্রত্যাখ্যান করে ২৪ জুন এনবিআর ভবনের সামনে সংবাদ সম্মেলন করে বদলির আদেশ ছিঁড়ে প্রতিবাদ জানান কর্মকর্তারা।

আন্দোলনের কারণে কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকায় আমদানি-রপ্তানি ব্যাহত হয়। এ অবস্থায় ২৯ জুন ব্যবসায়ীদের মধ্যস্থতায় কোনো সাজা দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন কর্মকর্তারা।

তবে এরপর এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৬ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

BBS cable ad